ভারতে পদচারী সেতু ধসে আহত অন্তত ৮০
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মির অঞ্চলে একটি পদচারী সেতু ভেঙে পড়েছে। পহেলা বৈশাখ উদযাপনের সময় অতিরিক্ত লোকজনের চাপে সেতুটি ধসে অন্তত ৮০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
দেশটির বার্তা সংস্থা এএনআই বলছে, জম্মু ও কাশ্মির অঞ্চলের একটি গ্রামে লোকজন পহেলা বৈশাখ উদযাপনের সময় পদচারী সেতু ভেঙে পড়েছে। পৌরসভার একজন কর্মকর্তার মতে, অন্তত ৮০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
জম্মু ও কাশ্মিরের উধমপুরের চেনানি ব্লকের বাইন গ্রামের বেনিসংগামে এই দুর্ঘটনা ঘটেছে।
চেনানী পৌরসভার চেয়ারম্যান মানিক গুপ্ত এনএনআইকে বলেছেন, কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের অবস্থা গুরুতর। আমরা ৬-৭ জনকে জেলা হাসপাতালে স্থানান্তর করেছি। অন্যরা চেনানিতে রয়েছেন এবং চিকিৎসকরা তাদের সেবা দিচ্ছেন।
স্থানীয় পুলিশ ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে।