দেশেই কোলগেট টুথপেস্ট তৈরি করবে এসিআই
নিজস্ব প্রতিবেদক: কোলগেটের টুথপেস্ট এখন তৈরি হবে বাংলাদেশেই। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এসিআই লিমিটেড দেশে এ টুথপেস্ট তৈরি করবে। এ জন্য মার্কিন বহুজাতিক কোলগেট পামোলিভ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে এসিআই।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা এসিআই লিমিটেড।
এসিআই জানিয়েছে, কোলগেট পামোলিভের (এশিয়া) সঙ্গে একটি যৌথ উদ্যোগের কোম্পানি তৈরির চুক্তি অনুমোদন করেছে এসিআইয়ের পরিচালনা পর্ষদ। যৌথ উদ্যোগের কোম্পানিটির নামকরণ করা হবে কোলগেট-পামোলিভ এসিআই বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এ কোম্পানির ২৪ শতাংশ শেয়ারের বিপরীতে আগামী তিন বছরে এসিআই লিমিটেড ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে এসিআই লিমিটেড।
যুক্তরাষ্ট্র ভিত্তিক কোলগেট-পামোলিভ কোম্পানির সাবসিডিয়ারি কোলগেট-পামোলিভ (এশিয়া) পিটিই লিমিটেড সিঙ্গাপুরে নিবন্ধিত রয়েছে। এটির সঙ্গেই বিনিয়োগ চুক্তি করেছে এসিআই। কোলগেট সাধারণত টুথপেস্টের মতো মৌখিক যত্ন (ওরাল কেয়ার) ও ব্যক্তিগত যত্নের (পারসোনাল কেয়ার) বিভিন্ন পণ্য তৈরি ও বিপণন করে থাকে।