৯ মাসের মধ্যে ভারতের রিজার্ভ সবচেয়ে বেশি
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক বেড়েছে। গত ৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে তা গিয়ে দাঁড়িয়েছে ৫৮৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে। গত ৯ মাসের মধ্যে যা সর্বোচ্চ। শুক্রবার (১৪ এপ্রিল) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া প্রকাশিত (আরবিআই) পরিসংখ্যানমূলক ক্রোড়পত্রে এ তথ্য পাওয়া গেছে। সেটির বরাত দিয়ে প্রতিবেদন ছেপেছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, আগের সপ্তাহের চেয়ে এবার ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের (আরবিআই) রিজার্ভ বেড়েছে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।
সাম্প্রতিক সময়ে স্বদেশি মুদ্রা রুপির অবমূল্যায়ন রোধে নানা পদক্ষেপ নিয়েছে আরবিআই। এতে মূলত তাদের বিদেশি মুদ্রার সঞ্চায়ন বেড়েছে।
আলোচিত সপ্তাহে ভারতীয় রুপির মূল্যমান বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৮১ দশমিক ৮৩০০ থেকে ৮২ দশমিক ৪৫৫০ রুপিতে।
গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে রুপির মান দাঁড়ায় ৮১ দশমিক ৮৫। এ নিয়ে টানা ৪ সপ্তাহ ভারতীয় মুদ্রার দাম বাড়লো।
ফলে আরবিআইয়ের ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন, ইউয়ানসহ সব মুদ্রার সঞ্চয় বাড়ছে। পাশাপাশি স্বর্ণসহ নিরাপদ আশ্রয় ধাতুগুলোর মজুত বেড়েছে।