ব্যবসার পরিধি বাড়াবে জেনেক্স ইনফোসিস
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড ব্যবসার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আয়ারল্যান্ডভিত্তিক আইটি প্রতিষ্ঠান হোয়ালকো টেকনোলজি লিমিটেডের কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
ডিএসইসূত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানীর নিকুঞ্জে জেনেক্স ইনফোসিসের কার্যালয়ে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। ওই চুক্তির আওতায় জেনেক্স কোম্পানিটিকে কনটেন্ট ও ডাটা সংক্রান্ত বিভিন্ন সেবা দেবে। এর ফলে জেনেক্স বছরে ৭ কোটি ৭৮ লাখ টাকা রাজস্ব আয় করবে।
আজ সোমবার ৮০ পয়সা দর বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। গত ১৮ অক্টোবর এ শেয়ারের দর ছিল ৬৮ টাকা ২০ পয়সা। আজ সোমবার ১৭ এপ্রিল তা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৫০ পয়সা। এর আগে গত ১ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ১১০ টাকায় ওঠেছিল।
২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় জেনেক্স ইনফোসিস লিমিটেড। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৫ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৩২৮টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.৩৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৪.২৩ শতাংশ শেয়ার রয়েছে।