ব্লক মার্কেটে লেনদেন ২৩ কোটি টাকার
নিজস্ব প্রতিবেদক : ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানির মোট ২৩ কোটি ৫০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এইচআর টেক্সটাইলের ৪ কোটি ৭১ লক্ষ ২ হাজার, দ্বিতীয় স্থানে সি পার্ল হোটেলের ৪ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার এবং তৃতীয় স্থানে স্কয়ার ফার্মার ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কসের ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯৪ লাখ ৩২ হাজার, ব্যাংক এশিয়ার ৮৪ লাখ ৮৪ হাজার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭২ লাখ ৪ হাজার, একমি ল্যাবরোটরিজের ৭১ লাখ ৯৬ হাজার, প্রিমিয়ার ব্যাংকের ৬০ লাখ ৩৪ হাজার এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।