লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ৩,০০০ মিলিয়ন টাকার বন্ড সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ৩,০০০ মিলিয়ন টাকার প্রাইভেটলি প্লেসড নন-কনভার্টিবল, জিরো কুপন বন্ড এর সাবস্ক্রিপশন সম্পন্ন করেছে।
একাধিক ব্যক্তি বিনিয়োগকারী, কর্পোরেট, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানী, মিউচ্যুয়াল ফান্ড, পেনশন ও গ্র্যাচুয়িটি ফান্ড এই ইস্যুতে সাবস্ক্রিপশন করে। এই বন্ড ইস্যুর মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স তার চতুর্থ বন্ড ইস্যু সম্পন্ন করলো।
বন্ডটি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (ডেবট সিকিউরিটিজ) রুল্স ২০২১ এর আলোকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর পূর্বনুমোদন সাপেক্ষে ডিমেটেরিয়ালাইজ্ড ফর্মে ইস্যু করা হয়েছে যা পরবর্তীতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে লেনদেন হবে। উক্ত বন্ডের ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করে যথাক্রমে আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড ও গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
লংকাবাংলা ফাইন্যান্স সক্রিয়ভাবে বন্ড ইস্যু ও অন্যান্য বহুমুখী বিকল্প দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থায়নের নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সকল আর্থিক প্রতিষ্ঠানকে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়নের উপর গুরুত্বারোপ করেছে। পক্ষান্তরে, বিএসইসি দেশের বন্ড বাজারের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
জিরো কুপন বন্ড ফেইস ভ্যালুর উপর ডিসকাউন্টে ইসু করা হয় এবং মেয়াদান্তে ইস্যুকারী প্রতিষ্ঠান বিনিয়োগকারীকে সম্পূর্ণ ফেইস ভ্যালু প্রদান করে। বর্তমানে জিরো কুপন বন্ড থেকে অর্জিত আয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ইন্স্যুরেন্স কোম্পানী ব্যতীত সকল ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর জন্য সম্পূর্ণ করমুক্ত।