ই-হোল্ডিংয়ের ত্রুটি-গাফিলতি চিহ্নিত করে পদক্ষেপ নিবে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক : ই-হোল্ডিংয়ের ত্রুটি-গাফিলতি চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেই লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করে সমস্যা চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই কমিটি গঠন করে প্রয়োজনীয় কার্য সম্পাদনের নির্দেশ দিয়েছেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ই-হোল্ডিংয়ের হোল্ডিং ট্যাক্স বাবদ বকেয়া টাকা অনলাইনে প্রদর্শন না করে শুধুমাত্র হাল সনের হোল্ডিং ট্যাক্স প্রদর্শন করার কারণ কী তা বের করতে বলা হয়েছে। পাশাপাশি ত্রুটি বা গাফিলতি কার এবং সিস্টেম হতে এ ধরনের আরও কার্যক্রম হচ্ছে কি না তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়গুলো তদন্ত করে সমস্যা চিহ্নিতের মাধ্যমে এই বিষয়ে মতামতসহ প্রতিবেদন প্রেরণের করতে হবে এই কমিটিকে।
সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, চার সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন, সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, এবং ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।