সুদান থেকে আরও ১৯৫ উদ্ধার করল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ সুদান থেকে আরও ১৯৫ উদ্ধার করেছে সৌদি আরব। শুক্রবার (২৮ এপ্রিল) সংঘাতপূর্ণ সুদান থেকে দ্বিতীয় দফায় তাদের সৌদিতে নিয়ে আসা হয়।
এর আগে একই দিন বাংলাদেশিসহ ৫২ বিদেশিকে উদ্ধার করেন দেশটির উদ্ধারকারীরা। তবে দ্বিতীয় দফায় যে ১৯৫ জনকে উদ্ধার করা হয়েছে এরমধ্যে কোনো বাংলাদেশি নেই।
নতুন করে আরও ১৯৫ জনকে উদ্ধার করার ব্যাপারে টুইটারে একটি বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘রাজতন্ত্রের নেতৃবৃন্দের নির্দেশে চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে, শুক্রবার সুদান প্রজাতন্ত্র থেকে উদ্ধারকৃতরা জেদ্দায় এসে পৌঁছেছেন, যার মধ্যে পাকিস্তান, ফিলিস্তিন, থাইল্যান্ড, মরিশাস, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, ইরাক, মিসর, অস্ট্রেলিয়া এবং সিরিয়ার ১৯৫ জন নাগরিক রয়েছেন। তাদের এইচ এম এস মক্কা জাহাজে করে নিয়ে আসা হয়েছে। এখন উদ্ধারকৃতদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
বিবৃতিতে আরও জানানো হয়, সুদান থেকে সবমিলিয়ে ২ হাজার ৯৯১ জনকে উদ্ধার করেছেন সৌদি উদ্ধারকারীরা। এরমধ্যে ১১৯ জন সৌদির নাগরিক। আর বাকি ২ হাজার ৮৭২ হলেন ৮০টি ভিন্ন দেশের মানুষ।
এদিকে সুদানে দুই বাহিনীর লড়াই শুরুর পর দেশটিতে আটকা পড়েছেন হাজার হাজার বিদেশি। এরমধ্যে রয়েছেন অসংখ্য বাংলাদেশি। তাদের মধ্যে অনেকেই এখন দেশে ফিরে আসতে চাচ্ছেন।
সুদানে আটকে পড়া বাংলাদেশিদের আগামী ২ মের মধ্যে পোর্ট সুদানে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ৩ বা ৪ মের মধ্যে বাংলাদেশিরা জেদ্দায় পৌঁছাবে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
শনিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। এরমধ্যে ৭০০ জন ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।