দর বাড়ার শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২২ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৯৫১ বারে ৬ লাখ ১ হাজার ১০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ক্রাউন সিমেন্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ । কোম্পানিটি ৭৯২ বারে ২ লাখ ৮০ হাজার ৮৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩১৮ বারে ৪ লাখ ৭৬ হাজার ৮২০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন হাউজিংয়ের ৫.৩৩ শতাংশ, সিনো বাংলার ৫.২৬ শতাংশ, রহিমা ফুডের ৪.৭৬, ইসলামি কমার্সিয়াল ইন্স্যুরেন্সের ৪.৬৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৪.৪২ শতাংশ, যমুনা ব্যাংকের শতাংশ ৪.২২ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.০৪ শতাংশ দর বেড়েছে।