ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।
আজ রবিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ন্যাশনাল ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ১৩ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১২ পয়সা। (রি-স্টেটেড)
আগামী ১৭ আগস্ট সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন।
Management should be dissolved
চোর বাটপারদের লাথি মেরে ব্যাংক থেকে বের করলে যদি লাভ হয়।। বাংলাদেশ ব্যাংক কি আংগুল চোষে?
Shob Chor
Inefficient management they have no
Right to continue so they need to resign and hand over to good management under Bangladesh Bank,s supervision
লুটপাটের জাতাকলে যা হয় আর কি?
NBL holo Shikder group ar oboidhow tk income uthshow ar Awami League er provhab shale neta, BSEC, Bangladesh Bank ar shisshow kormokorta ra joreto. ta na hola Durnety domon Commission o shorker kano ae durneti baz Shikder group ar beruddha ainanuk babostha neta parchana ai Shikder group shob sishshow Kormo korta der kote kote taka gus deya rakhacha kajai ara akhon shadharon beneyok kare o Share holder der dividend tk mara Bedesh pachar kora shakhana Invest korcha NBL Bank er share holder der dividend tk mara. Khaleda Zia jode 2 kote taka r Jonno 10 boshor ar jal hoi tahola Shikder group porebar ar Shodesh show der Ai hazar hazar kote taka marar Jonno koi Boshor jal howa uchit?
এভাবে চলতে পারে না। যা ইচ্ছে তা করবে আর আমরা সাধারণ শেয়ার হোল্ডাররা এভাবে দিনের পর দিন লসের হিসাব গুনবো। আর চোরেরা সব লোটপাট করে ব্যাংক খালি করবে তা হতে পারে না। সরকার কে বলবো খুব তারাতাড়ি এই ব্যাংকের আর্থিক তদন্ত শুরু করুন না আমরা সাধারণ শেয়ার হোল্ডাররা ধুকে ধুকে মরবো।
এভাবে চলতে পারে না। যা ইচ্ছে তা করবে আর আমরা সাধারণ শেয়ার হোল্ডাররা এভাবে দিনের পর দিন লসের হিসাব গুনবো। আর চোরেরা সব লোটপাট করে ব্যাংক খালি করবে তা হতে পারে না। সরকার কে বলবো খুব তারাতাড়ি এই ব্যাংকের আর্থিক তদন্ত শুরু করুন না হলে আমরা সাধারণ শেয়ার হোল্ডাররা ধুকে ধুকে মরবো।
শিকদার গ্রুপ একা একা সব খায় নাই
যারা শিকদার গ্রুপের নিকট থেকে হিসাব চাইবে তাদেরকে ভাগ দিয়েই খাইছে
শেয়ার গুলি যে বিক্রি করে উঠে আসবো, সে উপায়ও নাই। চোর বাটপাররা তলানীতে নিয়ে ঠেকিয়েছে।
বেসরকারি ব্যাংকের মধ্যে এক সময় খুব লাভজনক অবস্থায় ছি়ল পারিবারিক দ্বন্দ্বের কারণে ব্যাংকটার অবস্থা কাহিল।
সরকারের উচিৎ দ্রুত হস্তক্ষেপ করে ব্যবস্হা গ্রহণ করা
সরকারের উচিৎ দ্রুত হস্তক্ষেপ করে ব্যবস্হা গ্রহণ করা
শেয়ার গুলি যে বিক্রি করে উঠে আসবো, সে উপায়ও নাই। চোর বাটপাররা তলানীতে নিয়ে ঠেকিয়েছে।