আজ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ইং, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ এপ্রিল ২০২৩, রবিবার |

kidarkar

কৃষকদের ‘এবি ব্যাংক স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এবি ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ১৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি. আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবার আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন; কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান; কসবা পৌরসভার মেয়র মোঃ গোলাম হাক্কানী; কসবা উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন; কসবা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী; ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য এম এ আজিজ; কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.