বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে।
গত শনিবার রাতে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষা হয়।