আজ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ইং, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মে ২০২৩, রবিবার |

kidarkar

শাস্তির কবলে ৩ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ,এবি ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের শুধুমাত্র বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।এর ফলে অতিরিক্ত করের শাস্তির কবলে পড়তে যাচ্ছে তিন ব্যাংক।

২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের বেশি বোনাস শেয়ার দিতে পারবে না। অর্থাৎ বোনাস লভ্যাংশ সর্বোচ্চ নগদের সমান হতে পারবে। যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার বেশি দেয়, তাহলে ওই বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে। সেই হিসাবে

এবি ব্যাংক : ব্যাংকটি শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণার কারনে ১৭ কোটি ২২ লাখ টাকার বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ১ কোটি ৭২ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে। এছাড়া মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষনা করায় ৫৪ কোটি ২৪ লাখ টাকার উপর ১০ শতাংশ হারে আরও ৫ কোটি ৪২ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।

এবি ব্যাংকের ২০২২ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ০.৮৩ টাকা হিসেবে ৭১ কোটি ৪৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২% বোনাস শেয়ারবাবদ ১৭ কোটি ২২ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। মুনাফার বাকি ৫৪ কোটি ২৪ লাখ টাকা বা ৭৬% রিটেইন আর্নিংসে যোগ হবে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক : মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৮ কোটি ৯৪ লাখ টাকার অতিরিক্ত আয়কর প্রদানের শাস্তির আওতায় পড়তে হচ্ছে।ব্যাংকটির পর্ষদ শুধুমাত্র বোনাস লভ্যাংশ ঘোষণা করায় ৮৯ কোটি ৩৭ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে ৮ কোটি ৯৪ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।

২০২২ সালে শেয়ারপ্রতি ২.৬৫ টাকা করে ২৩৬ কোটি ৮৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১০ শতাংশ বোনাস শেয়ার হিসাবে ৮৯ কোটি ৩৭ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। মুনাফার বাকি ১৪৭ কোটি ৪৭ লাখ টাকা বা ৬২ শতাংশ আয় রাখা হবে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক : ফার্স্ট সিকিউরিটি ব্যাংকটির পর্ষদ শুধুমাত্র বোনাস লভ্যাংশ ঘোষণা করায় অতিরিক্ত আয়কর প্রদানের শাস্তির আওতায় পড়তে হচ্ছে।১০৪ কোটি ৬০ লাখ টাকার উপরে ১০% হারে ১০ কোটি ৪৬ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।

২০২২ সালে শেয়ারপ্রতি ২.৮১ টাকা করে ২৯৩ কোটি ৯৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১০ শতাংশ বোনাস শেয়ার হিসাবে ১০৪ কোটি ৬০ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। বাকি ১৮৯ কোটি ৩৩ লাখ টাকা বা ৬৪ শতাংশ রিটেইন আয় রাখা হবে।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.