ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ৫৩ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৪২ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
স্কয়ার ফার্মা ৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিটি ব্যাংক ৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মা ১ কোটি ৩৭ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ২ কোটি ১৬ লাখ,এমারেল্ড অয়েল ১ কোটি ২৭ লাখ, কেডিএস এক্সেসরিজ ১ কোটি ৩৩ লাখ, মোজাফফর হোসেন স্পিনিং ১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।