আগামী ১ জুন নতুন বাজেট পেশ
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১ জুন সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন বলে আশা করা হচ্ছে।
সোমবার (৮ মে) মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তাওহিদুল ইসলাম বলেন, প্রস্তুতির অংশ হিসেবে সোমবার অর্থ বিভাগ প্রাসঙ্গিক দাফতরিক নথির অনুমোদন পেয়েছে।
তিনি বলেন, নথিতে বাজেটের দিনের দায়িত্বগুলোও সংজ্ঞায়িত করা হয়েছে, যাতে প্রত্যেকে তাদের নিজ নিজ কাজ সুষ্ঠুভাবে করতে পারে।
ঈদুল আজহার ছুটির আগেই আগামী জাতীয় বাজেট শেষ করতে রাজি সরকার।
২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে প্রায় ৭ দশমিক ৫ লাখ কোটি টাকা, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের পরিমাণ।
জাতীয় অর্থনৈতিক পরিষদ ১১ মে ২ দশমিক ৭৪ লাখ কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করবে বলে সূত্র জানিয়েছে।