ব্লক মার্কেটে লেনদেন ৬৫ কোটি টাকার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭১টি কোম্পানির মোট ৬৫ কোটি ১৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের ২১ কোটি ১৮ লাখ ২০ হাজার, দ্বিতীয় স্থানে সোনালী পেপারের ১০ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার ও তৃতীয় স্থানে সি পার্ল হোটেলের ৩ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার ৩ কোটি ৭ লাখ ৫৫ হাজার, সানলাইফ ইন্সুরেন্সের ৩ লাখ ১ লাখ ৪ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৭২ লাখ ৩২ হাজার, ফরচুনের ২ কোটি ৩১ লাখ ৫৮ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৯৭ লাখ ৮১ হাজার, আমরা নেটওয়ার্কসের ১ কোটি ২৪ লাখ ৩৭ হাজার এবং বিডি থাই ফুডের ১ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।