লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৯৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১১ মে) ইস্টার্ন হাউজিংয়ের ৩২ লাখ ৪৬ হাজার ৫৫৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৬ কোটি ৮৪ লাখ টাকা।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আজ ৩৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৩ লাখ টাকার।
এছাড়াও সি পার্লের ২০ কোটি ৬৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৭৯ লাখ, জেমিনি সি ফুডের ১৮ কোটি ৮৫ লাখ, লাফার্জ হোলসিমের ১৮ কোটি ১৯ লাখ, ইউনিক হোটেলের ১৭ কোটি ০৩ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৬ কোটি ৯১ লাখ এবং এপেক্স ফুডসের ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।