আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ মে ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

সি পার্ল বিচ রিসোর্টের সর্বোচ্চ দরপতন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৬ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এদিন সর্বোচ্চ দরপতন হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১১ মে) সি পার্লের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৮ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেম লিমিটেডের শেয়ার আজ ১ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের শেয়ারদর কমেছে ৩ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ৭৫ শতাংশ।

আজ ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া কোম্পানিগুলোর মধ্যে অপর প্রতিষ্ঠানগুলো হলো- হাইডেলবার্গ সিমেন্ট, এসকে ট্রিমস, ইনটেক লিমিটেড, ইমাম বাটন, প্রগতি ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস এবং জিবিবি পাওয়ার।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.