ফ্লোর প্রাইস টপকে ৭ শেয়ারের লেনদেন
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ৭ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো-সেন্ট্রাল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, পূরবী ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স ও ইউনাইটেড ইন্সুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে সেন্ট্রাল ইন্সুরেন্সের দর ৩০ পয়সা বেড়ে ৫৩ হাজার ২৫৭টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির সর্বশেষ দর ছিল ৩৫ টাকা ৯০ পয়সা।
এর পর কন্টিনেন্টাল ইন্সুরেন্সের দর ৫০ পয়সা বেড়ে ৪ লাখ ৩৭ হাজার ৫৭৪টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির সর্বশেষ দর ছিল ২৯ টাকা ৭০ পয়সা।
এক্সপ্রেস ইন্সুরেন্সের দর ২০ পয়সা বেড়ে ২ লাখ ৫২ হাজার ২৯৩টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির সর্বশেষ দর ছিল ২৪ টাকা ৯০ পয়সা।
ফিনিক্স ইন্সুরেন্সের ৩০ পয়সা দর বেড়ে ১ লাখ ১৫ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির সর্বশেষ দর ছিল ৩৩ টাকা ৮০ পয়সা।
পূরবী ইন্সুরেন্সের ১০ পয়সা দর বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ৬০০টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির সর্বশেষ দর ছিল ২৫ টাকা ৩০ পয়সা।
রিপাবলিক ইন্সুরেন্সের ৯০ পয়সা দর বেড়ে ১ লাখ ৩৯ হাজার ৪৫১টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির সর্বশেষ দর ছিল ৩১ টাকা ৯০ পয়সা।
আর ইউনাইটেড ইন্সুরেন্সের ১০ পয়সা দর বেড়ে ৩১ হাজার ৫৯২টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির সর্বশেষ দর ছিল ৩৮ টাকায়।