আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ মে ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

বিনিয়োগকারীদের অবন্টিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পোঁছানোর লক্ষ্যে সিএমএসএফ ও বিটিএমএ-এর মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আজ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)এর ঢাকাস্থ কার্যালয়ে ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশান (বিটিএমএ) এর মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যেখানে সিএমএসএফ এর পক্ষ থেকে সভাপতিত্ব করেন চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর চেয়ারম্যান ও বোর্ড অব গভর্নর (বিওজি) সদস্য, সিএমএসএফ, জনাব আসিফ ইব্রাহিম এবং বিটিএমই এর পক্ষ থেকে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মাদ আলী খোকন, প্রেসিডেন্ট, বিটিএমএ।

উক্ত সভায় টেক্সটাইল সেক্টরে বিনিয়োগকারীদের অমীমাংসিত/অবন্টিত লভ্যাংশ সিএমএসএফ এর তহবিলে আনার জন্য মতামত বিনিময় করা হয়। টেক্সটাইল সেক্টরে ৫৬টি প্রতিষ্ঠান রয়েছে যারা বিনিয়োগকারীদের অমীমাংসিত/অবন্টিত লভ্যাংশ এখনো পুরোপুরি সিএমএসএফ এর তহবিলে জমা করেনি। এই অমীমাংসিত/অবন্টিত লভ্যাংশের টাকা এবং স্টক সিএমএসএফ এর তহবিলে আনার ব্যপারে বিটিএমএ এর প্রেসিডেন্ট ইতিবাচক মত প্রকাশ করেন।

জনাব আসিফ ইব্রাহিম বলেন, পুঁজিবাজারকে চাঙ্গা করতে এই অমীমাংসিত/অবন্টিত লভ্যাংশের টাকা এবং স্টক সিএমএসএফ এর তহবিলে জমা করাটা খুবই জরুরী। ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের পক্ষে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর সম্মানিত চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহিম টেক্সটাইলস সেক্টরে লিস্টেড কোম্পানীর কাছে অবন্টনকৃত লভ্যাংশ ট্রান্সফারের জন্য বিটিএমসির সহযোগীতা কামনা করেন। পাশাপাশি তিনি জানান ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড
বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এছাড়া উক্ত সভায় সিএমএসএফ এর চিফ অব অপারেশন জনাব মোঃ মনোয়ার হোসেন এফসিএ ফান্ডের কার্যাবলীর উপর একটি বিশেষ উপস্থাপনা প্রদান করেন।

এখানে উল্লেখ্য যে, আলোচনা সভায় ডিএসইর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মোহাম্মাদ হাসান বাবু, এবং সিএমএসএফ এর পক্ষে ডাঃ শেখ তানজিলা দীপ্তি, সদস্য, বিওজি, জনাব আমিনুল করিম, চেয়ারম্যান, আরএমসি, জনাব মোঃ আব্দুর রউফ, চেয়ারম্যান, এএএমসি, জনাব ওয়াসি আজম, হেড অব অপারেশন, উপস্থিত ছিলেন। ইতিপূর্বে সিএমএসএফ এর তহবিলে বিনিয়োগকারীদের অমীমাংসিত/অবন্টিত লভ্যাংশের টাকা এবং স্টক জমা করার ব্যপারে বিগত ১৬ই এপ্রিল, ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যঙ্কারস অ্যাসোসিয়েশান (বিএবি) ও বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশান (বিআইবি) এর সাথে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.