আজ: মঙ্গলবার, ০৭ মে ২০২৪ইং, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ মে ২০২৩, সোমবার |

kidarkar

বোনাস শেয়ার দিয়ে প্রতারণা করছে কিছু কোম্পানি : বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : কিছু কোম্পানি লভ্যাংশ দেওয়ার ক্ষমতা হারিয়ে বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ি একধরনের প্রতারণা করছে বলে জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
তিনি বলেন, বিনিয়োগকারীরা কোম্পানিগুলোতে কী জন্য বিনিয়োগ করেন কোম্পানিগুলো তা ভুলে যায়। তারা টাকা নেয় আর প্রতিবছর বোনাস শেয়ার দিতে থাকে। বোনাস শেয়ার ইস্যু করার ফলে পেইড আপ ক্যাপিটাল বাড়তে থাকে। আর পেইড আপ ক্যাপিটাল বাড়তে থাকায় কোম্পানি তার সক্ষমতা হারায়।
রোববার (১৪ মে) রাজধানীর একটি অভিজাত ক্লাবে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘Organizational sustainability: role of Chartered/Company secretary’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, কোম্পানির লাভ হয় ২০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ৮০০ কোটি টাকা। কীভাবে এমন একটি প্রতিষ্ঠান ১০ শতাংশ লভ্যাংশ দেবে? এ দেশে বছরের পর বছর এগুলোই চলছে।
তিনি বলেন, কর্পোরেট প্রতিষ্ঠানের স্থায়ীত্ব নতুন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশের জন্য একটি স্বচ্ছ এবং নিরাপদ বিনিয়োগের যায়গা প্রয়োজন। যেখানে কোম্পানিগুলো বিনিয়োগকারীদেরকে নির্ভুল এবং সঠিক তথ্য প্রদান করবে। বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দেবে।
আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএ’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট আনিস উদ দৌলা এবং দ্যা ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রেসিডেন্ট নাসের এজাজ বিজয়।
আনিস উদ দৌলা বলেন, কর্পোরেট সেক্টরের স্থায়িত্ব বাড়ানোর জন্য আইসিএসবির সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলবে বিএপিএলসি। দেশে একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ রয়েছে। চার্টার্ড সেক্রেটারিরা কর্পোরেট সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি; যারা বাংলাদেশের উন্নতির জন্য প্রভাবক ও সহায়ক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে কোম্পানিগুলো প্রযুক্তিগত এবং আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠছে।
সেমিনারে প্যানেল আলোচক ছিলেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের হিউম্যান রিসোর্স বিভাগের সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ আলমগীর, বিকাশের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান মনজুরুল আলম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র জেনারেল ম্যানেজার, কোম্পানি সেক্রেটারি ও এইচআর বিভাগের প্রধান মো. আসাদুর রহমান, এফসিএস।
স্বাগত বক্তব্যে আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এলএলএম, এফসিএস সকলকে সেমিনারে যোগদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের সেমিনারের মাধ্যমে বিভিন্ন কর্পোরেট হাউসের মানব সম্পদ প্রফেশনালরা প্রাতিষ্ঠানিক স্থায়িত্বে চার্টার্ড সেক্রেটারিদের ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ এবং গুরুত্ব জানতে পারবেন। চার্টার্ড/কোম্পানি সেক্রেটারিরা কর্পোরেট সাসটেইনেবিলিটি এবং সুশাসনের ধারাবাহিকতা সম্পর্কে প্রতিষ্ঠানের নির্বাহী এবং কর্মকর্তাদের অবহিত করেন।
বিশ্বব্যাপী কোম্পানি সেক্রেটারিকে একটি কোম্পানির চিফ গভর্নেন্স অফিসারও বলা হয় বলে জানান তিনি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.