আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ মে ২০২৩, মঙ্গলবার |

kidarkar

নতুন পরিকল্পনায় ফার কেমিকেল

নিজস্ব প্রতিবেদকঃ নতুন পরিকল্পনায় ফার কেমিকেল। গত বছরের ২৮শে ডিসেম্বর ফার কেমিকেল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের সাথে একীভূত হওয়ার প্রস্তাবনা অনুমোদন করে। যা পরবর্তীতে হাইকোর্ট ডিবিশন এবং ইজিএমে বিনিয়োগকারীরা প্রস্তাবনাটি অনুমোদন করে।
এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের উৎপাদন ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার কেমিকেলের নিজস্ব জমিতে অবস্থিত।
এস এফ টেক্সটাইল ২০১৬ সাল থেকে উৎপাদন করছে এবং এটির ৪২২৫০ টি তুলা, ভিসকস এবং সিভিসি সুতা উৎপাদন করার ক্ষমতা রয়েছে।
এস এফ টেক্সটাইললের অনুমোদিত মূলধন ২০১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৫৭ কোটি টাকা,সবশেষ ২০২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১.৩১ টাকা এবং ন্যাভ ছিল ১৫.২২ টাকা।
ফার কেমিক্যাল ২০১৪ সালে ডিএসইতে তালিকাভুক্ত হয়েছে,অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ২১৮ কোটি টাকা।সবশেষ ২০২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল (০.১৬) টাকা এবং ন্যাভ ছিল ১২.০৪টাকা।
সাম্প্রতিক সময়ে ফার কেমিকেল নতুন করে প্রায় ৩০০ কোটি টাকা সম্প্রসারন প্রকল্প বাস্তবায়ন করে,
এতে করে কোম্পানিটির ইপিএসে ব্যাপক প্রবৃদ্বির সম্ভবনা রয়েছে,কোম্পানির দেওয়া সূত্রমতে বছরে ১.৫৮ টাকা ইপিএস যোগ হবে নতুন সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে।
অপরদিকে এস এফ টেক্সটাইলের সাথে মার্জ অনুমোদন হওয়ার পরে কোম্পানিটি নিজস্ব জমিতে উৎপাদনের সুযোগ পাচ্ছে,ফলে ভাড়া বাবদ বিশাল অন্কের ব্যয় সংকোচন হচ্ছে,তাছাড়া এস এফ টেক্সটাইলের আধুনিক মেশিনারিস এবং দক্ষ জনবল ও ব্যাবহারের সুযোগ পাচ্ছে ফার কেমিকেল।
সম্প্রসারণ বিষয়ে কোম্পানি সেক্রেটারি আবুল বাশার বলেন,সম্প্রসারনের ফলশ্রুতিতে আমাদের কোম্পানি ইতিবাচক ধারায় ফিরে আসছে,আশা করছি খুব দ্রতই ভালো লভ্যাংশ প্রদানের মাধ্যমে এ ক্যাটাগরিতে ফিরবে ফার কেমিকেল।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.