আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ মে ২০২৩, বুধবার |

kidarkar

রূপায়ণ সিটি এবং মিডল্যান্ড ব্যাংক-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক; দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এর মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে ।

১৭ মে ২০২৩ বুধবার রূপায়ণ সিটি উত্তরায়,এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির সম্মানিত গ্রাহকগণ প্রিমিয়াম কণ্ডো এবং স্কাই ভিলা ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফি এর মাধ্যমে গৃহঋণ ও বাণিজ্যিক ঋণ সুবিধা পাবেন ।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড -এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার জনাব মোঃ জাহিদ হোসেন-এর উপস্থিতিতে রূপায়ন সিটি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম মাহবুবুর রহমান এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এর হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন জনাব মোঃ রাশেদ আক্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় রূপায়ন সিটি উত্তরার পক্ষে মোঃ মোর্শেদ আলম -জিএম ও হেড অফ ফাইন্যান্স, শামীম আহমেদ- সিনিয়র ডিজিএম – হেড অফ সি.আর লোন ও রেজিস্ট্রেশন, কাজী সারজীল হাসান- ডিজিএম- হেড অফ মার্কেটিং, এবং মোঃ ফিরোজ কবির- সহকারী ব্যবস্থাপক লোন ও রেজিস্ট্রেশন এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর পক্ষে মোঃ রাশিদুল আনোয়ার – হেড অফ পিআরডি, ইব্রাহিম খালিদ -উত্তরা শাখা প্রধান, মোঃ আশরাফুল ইসলাম- হেড অফ রিটেইল সেলস এবং শফিকুল ইসলাম ফকির-কামারপারা শাখা প্রধান।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.