প্রান্তিক কৃষকদের মাঝে এমটিবি’র ঋণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গত শনিবার (১৩ মে) রাজশাহীর পুঠিয়ায় এক উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এই কর্মসূচীর আওতায় অর্থকরী ফসল ধান, পেঁয়াজ ও হলুদ চাষের জন্য ৫৮ জন ফসল উৎপাদনকারীকে চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার মোঃ খালিদ মাহমুদ খান।
এছাড়া অন্যান্যদের মাঝে অনুষ্ঠানটিতে এমটিবি’র আবদুল মান্নান, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, সঞ্জীব কুমার দে, হেড অব এসএমই এন্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন, ইফতেখার আজিজ, হেড অব এসএমই-সিআরএম ডিপার্টমেন্ট সহ এমটিবি হেড অফিস ও রাজশাহী শাখার কর্মকর্তাবৃন্দ। আই-ফার্মারের ভাইস প্রেসিডেন্ট অব ফিল্ড অপারেশনস ফরহাদ জুলফিকার রাফেল এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ, প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।