আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ মে ২০২৩, মঙ্গলবার |

kidarkar

জেবিএস হোল্ডিংস লিমিটেডের গ্রাহকদের জন্য আয়োজিত জেবিএস কর্পোরেট নাইট ২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বল রুমে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ ও জাপানের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত আবাসন প্রতিষ্ঠান জেবিএস হোল্ডিংস লিমিটেডের সকল গ্রাহকদের জন্য আয়োজিত জেবিএস কর্পোরেট নাইট ২০২৩। জেবিএস হোল্ডিংস লিমিটেড ২০২০ সালের জানুয়ারিতে যাত্রার শুরু থেকেই রিহ্যাবের সদস্য হয়ে আবাসন খাতে বাংলদেশের উন্নয়ন অগ্রযাত্রার সারথি হয়ে বিশেষ অবদান রেখে যাচ্ছে।

রাজউকের বিল্ডিং কোড অনুসরণ করে অত্যাধুনিক ডিজাইন ও প্রতিটি ধাপে আপোসহীন গুনগত মান নিশ্চিত করে ভূমিকম্প সহনীয় আবাসন নির্মাণ করছে জেবিএস হোল্ডিংস লিমিটেড। প্রতিটি বিল্ডিং ই নির্দিষ্ট সময়ে গ্রাহকদের কাছে হস্তান্তর করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জেবিএস হোল্ডিংস লিমিটেড। ঢাকার উত্তরা, বসুন্ধরা, বনশ্রী ও আফতাব নগরে জেবিএস হোল্ডিংস লিমিটেড ১৮টি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে আরও ২৫ টি প্রকল্পের কাজ চলমান রয়েছে । অনুষ্ঠানে উত্তরা দিয়াবাড়িতে নতুন একটি বিলাসবহুল কনডোমিনিয়াম প্রজেক্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

জেবিএস হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান জনাব সুসুমু সাকাই তার বক্তব্যে দৃষ্টি নন্দন স্থাপনা, সুদৃঢ় কাঠামো নির্মাণ ও প্রকল্প যথাসময়ে হস্তান্তর করার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের সকলকে অক্লান্তভাবে
কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

জেবিএস হোল্ডিংস লিমিটেডের সিইও জনাব কামাল হোসেন তার বক্তব্যে গ্রাহকদের নিরাপদ ও আরামদায়ক বাসস্থানের চাহিদা পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার দৃঢ়ভাবে ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন প্রখ্যাত আর্কিটেক্ট প্রফেসর রফিক আজম ও ফাল্গুনী মল্লিক। পরিশেষে জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জনাব আব্দুল হক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সম্মানিত সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব-এর সহ-সভাপতি জনাব কামাল মাহমুদ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.