আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মে ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

এসএমই মার্কেটে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে সূচকের বড় উত্থান হয়েছে। শতাধিক পয়েন্টের সূচকের উত্থানের সঙ্গে এদিন ১৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া এসএমই মার্কেটের ১টি ছাড়া বাকি সবগুলোর শেয়ারের বড় দর বেড়েছে। যেখানে কয়েকটি কোম্পানির শেয়ারে বিক্রেতা না থাকার মতো (হল্টেড) ঘটনাও ঘটেছে। এছাড়া এদিন লেনদেনও বেড়েছে কয়েকগুণ।

দেখা গেছে, বৃহস্পতিবার এসএমই বাজারে মূল্যসূচক বেড়েছে ১০০ পয়েন্ট। যা আগের দিন বেড়েছিল ৩৬ পয়েন্ট। আর আগের দিনের ৫ কোটি ২৮ লাখ টাকার লেনদেন বৃহস্পতিবার বেড়ে হয়েছে ১৪ কোটি ৫৯ লাখ টাকা। এই বড় উত্থানের পেছনে একমাত্র কারন হিসাবে রয়েছে এসএমই মার্কেটে লেনদেন হওয়া ১৫টি কোম্পানির মধ্যে ১৪টি শেয়ারের দর বৃদ্ধি।

এদিন আছিয়া সী ফুডস ও স্টার অ্যাডহেসিভের সর্বোচ্চ ১০ শতাংশ করে দর বেড়েছে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বিডি পেইন্টসের ৯.৯৬ শতাংশ দর বেড়েছে। আর ৯.৯৪ শতাংশ বেড়ে তৃতীয় অবস্থানে রয়েছে হিমাদ্রি লিমিটেড।

এসএমই মার্কেটে ওটিসি থেকে ৫টি আনা হলেও বাকি ১০টি নতুন কোম্পানি। আইপিওর ন্যায় অর্থ সংগ্রহ করে লেনদেন শুরু হয়েছে। সেসব শেয়ারও কম দরে রয়েছে। তবে মূল মার্কেটে এমন নতুন শেয়ারে শুরুতে টানা দর বৃদ্ধির মাধ্যমে কয়েক গুণ হয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা।

কমিশনের বহূল প্রত্যাশিত এসএমই বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহন বাড়াতে গত ৪ এপ্রিল এই বাজারে লেনদেনে যোগ্য হতে কোয়ালিফাইড ইনভেস্টরদের শেয়ারবাজারে বিনিয়োগের সর্বনিম্ন সীমা আবারও ২০ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। এতে করে জুন কোয়ার্টার শেষে এই বাজারে বিনিয়োগের জন্য কোয়ালিফাইড ইনভেস্টরের সংখ্যা বাড়বে। যাতে করে স্বাভাবিকভাবেই এসএমইর শেয়ারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এই বাজারে লেনদেনে আসার অপেক্ষায় রয়েছে আরও দুটি কোম্পানি। এরমধ্যে আল-মদিনা ফার্মার কিউআইওতে চাঁদা গ্রহণ শেষ হয়েছে। যেকোন দিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হতে পারে। আর এম.কে ফুটওয়্যারের কিউআইওতে চাঁদা গ্রহণ শুরু হবে আগামি মাসের ১১ তারিখে।

 

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.