আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ মে ২০২৩, রবিবার |

kidarkar

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত চারজন। তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম জানাতে পারেননি তিনি।

ওসি জাহাঙ্গীর বলেন, সকাল পৌনে ৮টার দিকে শহীদনগর এলাকার এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে ঢাকামুখী সড়কে পেছন থেকে এটি ট্রাক একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের দাউদকান্দি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.