লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১৭৪ কোটি৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৮ মে) আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৩ লাখ ৫৭ হাজার ২৭০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৭২ কোটি ৩২ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মার আজ ৩৫ কোটি ২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৮ লাখ টাকার।
এদিন লেনদেনের শীর্ষ দশে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- লাফার্জ হোলসিম, সি পার্ল বিচ রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রভাতী ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, রুপালী লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।