আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ মে ২০২৩, রবিবার |

kidarkar

আজও শীর্ষ দশে বিমা খাতের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বিমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারদর। এছাড়াও দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা সাতটিই বিমা খাতের প্রতিষ্ঠান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৮ মে) প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ টাকা ৯৬ পয়সা। আর তালিকার তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফেডারেল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.