পর্ষদ সভা করবে এমারেল্ড অয়েল
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১জুন, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২০,২০২১ ও ২০২২ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানিটি আরও জানায়, উচ্চ আদালত কোম্পানিটিকে গত ৬ বছরের (২০১৭,২০১৮,২০১৯,২০২০,২০২১ ও ২০২২) বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছে। কিন্তু কোম্পানিটি গত ৩ বছরের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য কোনো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেনি।