এক্সিম ব্যাংকের আলোচ্যসূচিতে যা থাকছে
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের ২৪ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন, সোমবার ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ আলোচিত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।
এক্সিম ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, এক্সিম ব্যাংকের এজিএমের আলোচ্যসূচির মধ্যে আছে-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, নিরীক্ষক নিয়োগ ও তাদের ফি চূড়ান্ত করা, করপোরেট গভর্ন্যান্স সার্টিফিকেটের জন্য অডিটর নিয়োগ, পরিচালকদের নিয়োগ ও পুনর্নিয়োগ এবং ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি (ইউকে) লিমিটেডে ৫ লাখ পাউন্ড বিনিয়োগ।