ডাবল এ রেটিং পেয়েছে এক্সিম ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক) এর নতুন ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। দেশের অন্যতম শীর্ষ রেটিং এজেন্সি ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) এই রেটিং করেছে।
দীর্ঘ মেয়াদে ব্যাংকটির রেটিং মান এএ (ডাবল এ)। আর স্বল্প মেয়াদে ব্যাংকটি রেটিং মান পেয়েছে এসটি-২।
ব্যাংকটির সর্বশেষ হিসাববছরের (২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট তথ্য-পরিসংখ্যান পর্যালোচনার ভিত্তিে ক্রিসল এই মান নির্ধারণ করেছে।