এমটিবি এবং বেসিক বিল্ডার্সের মধ্যে চুক্তি
নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং বেসিক বিল্ডার্স লিমিটেডের মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের আওতায়, বেসিক বিল্ডার্সের গ্রাহকরা এমটিবি থেকে হ্রাসকৃত প্রসেসিং ফি এবং সুদের হারে হোম লোন পেতে সক্ষম হবেন। একইভাবে এমটিবি গ্রাহকরাও বেসিক বিল্ডার্স লিমিটেড থেকে একটি বিশেষ ছাড়ের অফার সহ অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ পাবেন।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ আব্দুল লতিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন, ম্যানেজার, এমটিবি কর্পোরেট ব্রাঞ্চ, মেসবাহ উদ্দিন চৌধুরী, হেড অব রিটেইল নিউ বিজনেস, তাহসিন শহীদ, হেড অব রিটেইল নিউ বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, হেড অব রিটেইল প্রোডাক্ট, পোর্টফোলিও ও প্রোপজিশন, লতিফুল মান্নান চৌধুরী, হেড অব প্রোপজিশনস্ ও অ্যালায়েন্স, খন্দকার ফয়জুল্লা হেস সামি, হেড অব কমিউনিকেশন ডিপার্টমেন্ট, আজম খান, হেড অব রিটেইল সেগমেন্ট ও স্ট্র্যাটেজি, তাহসিন তাহের ও হেড অব পে-রোল ব্যাংকিং, রশীদ আহমেদ বিন ওয়ালি এবং বেসিক বিল্ডার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার, সেলস্ ও মার্কেটিং, মোঃ মাজহারুল আলম মামুন ও সিনিয়র ম্যানেজার, সেলস্ ও মার্কেটিং, মোঃ রাসেল মুকুল সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।