আট কোম্পানির শেয়ার কিনতে মরিয়া বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে আট কোম্পানির শেয়ার কিনতে মরিয়া হয়ে ওঠেছেন কিছু বিনিয়োগকারী। ফলে এদিন লাফিয়ে বাড়ছে এসব শেয়ারের দর।
কোম্পানিগুলো হলো- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ, জিকিউ বলপেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ, আরএসআরএম স্টিল, সোনালী লাইফ ও ট্রাস্ট লাইফ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জিকিউ বলপেন ও আরএসআরএম স্টিলের শেয়ার দর বাড়ার পেছনে দুটি গুজব বাজারে ছড়িয়ে পড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন,বাজেটের পর কলমের দাম বাড়বে। এর ফলে কোম্পানির মুনাফা বাড়বে এই গুজবে জিকিউ বলপেনের প্রতি কিছু বিনিয়োগকারীর আগ্রহ বেড়েছে। অন্যদিকে আড়াই বছর পর উৎপাদনে ফিরছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম)। এর ফলে কোম্পানির মুনাফা বাড়বে এই গুজব বাজারে ছড়িয়ে পরে। এই দুই গুজবে কোম্পানি দুটির শেয়ারে আগ্রহ বেড়েছে কিছু বিনিয়োগকারীর।
জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায় ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দর ৮ টাকা ৪০ পয়সা বেড়ে ৯২ টাকা ৮০ পয়সায়, ফারইস্ট ইসলামী লাইফের দর ৭ টাকা ৬০ পয়সা বেড়ে ৮৪ টাকা ৩০ পয়সায়, জিকিউ বলপেনের দাম. ৯ টাকা ৯০ পয়সা বেড়ে ১০৯ টাকা ৬০ পয়সায়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের দর ১৭ টাকা ৯০ পয়সা বেড়ে ১৯৬ টাকা ৯০ পয়সায়, প্রোগ্রেসিভ লাইফের দর ৯ টাকা ৭০ পয়সা বেড়ে ১০৭ টাকায়, আরএসআরএম স্টিলের দর ২ টাকা বেড়ে ২২ টাকা ৩০ পয়সায়, সোনালী লাইফের দর ১০ টাকা ১০ পয়সা বেড়ে ১১১ টাকা ৫০ পয়সায় ও ট্রাস্ট লাইফের দর সাড়ে ৬ টাকা বেড়ে ৭২ টাকায় অবস্থান করে।
এসব শেয়ারের দর একদিনে যতটাকা বাড়া যায় ততটাকা বেড়েছে। একই সঙ্গে এ সময়ে কোম্পানিগুলোর শেয়ারের কোনো বিক্রতা ছিল না।