পল্টনে সমাবেশের অনুমতি মেলেনি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক: ‘পুলিশের পক্ষ থেকে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি না পেলেও কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। তবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয় থেকে ঘরোয়া কর্মসূচি পালনের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু, এ বিষয়ে লিখিত কোনো অনুমতি দেয় ডিএমপি।’
শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক ও জামায়াতের প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
সাইফুর রহমান বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে ঘরোয়া কোনো স্থানে কর্মসূচি পালনের প্রস্তাব দেওয়া হয়েছে। বায়তুল মোকাররম এলাকা বাদে অন্য কোনো স্থানে ঘরোয়া কর্মসূচি পালন করতে চাইলে ডিএমপিকে তা জানাতে বলা হয়েছে। আমরা বিষয়টি জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের জানিয়েছি। তারা এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।’
জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘আমরা এখনো লিখিত অনুমতি পায়নি। তবে, আমাদের আইনজীবী প্রতিনিধিকে ডিএমপি পক্ষ থেকে সমাবেশের স্থান পরিবর্তন করার বিষয়ে জানানো হয়েছে। স্থান কেন পরিবর্তন করবো সেটি তো আলোচনার ব্যাপার।
অনুমতি না পেলে কর্মসূচি পালন করবেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তো ডিএমপি না বলেনি। আশা করছি, অনুমতি মিলবে।
সিদ্ধান্ত অনুযায়ী ১০ জুনের সমাবেশের অনুমতি চেয়ে মঙ্গলবার (৬ জুন) ফের ডিএমপির কাছে আবেদনপত্র জমা দেয় দলটি। আবেদনপত্র জমা দেওয়ার পর দলটির প্রতিনিধিদলের সদস্য অ্যাডভোকেট সাইফুর রহমান বলেছিলেন, ছুটির দিনে সমাবেশ করলে অনুমতি মেলবে পুলিশের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা সোমবারের কর্মসূচি স্থগিত করে শনিবার বন্ধের দিন কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেছি।