সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯০ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকা ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালের ১ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার ৪৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৮১ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সী পার্লের ৬৩ লাখ ৪৯ হাজার ৮২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১২৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার টাকার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১১ কোটি ৬০ লাখ ১৭ হাজার টাকার, ইন্ট্রাকোর ১০২ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের১০২ কোটি ৪২ লাখ ৫৬ হাজার টাকার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯৫ কোটি ২১ লাখ ১১ হাজার টাকার, রংপুর ডেইরীর ৮৭ কোটি ৫০ লাখ ৮৯ হাজার টাকার এবং পেপার প্রসেসিংয়ের ৮৬ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।