ছেলের হয়ে প্রচারে নামছেন শাহরুখ খান
বিনোদন ডেস্ক : বলিউডের কিং খানপুত্র পরিচালক আরিয়ান খান নিজের কর্মজীবন শুরু করতে চলেছেন খুব শিগগিরই। তার আগে ছেলের হয়ে প্রচারে নামছেন খোদ শাহরুখ খান নিজেই! আগামী সেপ্টেম্বর থেকেই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ কর্ণ’-এর নতুন সিজন। সেখানে এ পিতা-পুত্রকে একসঙ্গে দেখা যাবে।
যদিও প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালবাসেন শাহরুখ। তবে প্রচারসর্বস্ব গ্ল্যামার জগতে নিজের ঢাক নিজেকেই যে পেটাতে হয়, তা ভালোই জানেন অভিনেতা। এমনিতেই ছেলে আরিয়ান খানের নাম মাদককাণ্ডে জড়ানোর পর থেকে নিজে সাক্ষাৎকার দেওয়া বন্ধ করে দিয়েছেন। অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন ‘আস্কএসআরকে’ সেশনের মাধ্যমে। তবে ছেলের ক্যারিয়ারের গুরুত্ব বুঝেই কি পিতা-পুত্রকে একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের পর্দায়?
খুব শিগগিরই শুরু হতে চলেছে ‘কফি উইথ কর্ণ’-এর নতুন সিজন। গত সিজনে দুই বান্ধবী ভাবনা পাণ্ডে ও মাহিপ কাপুরকে সঙ্গে নিয়ে কর্ণের শোতে আসেন গৌরী খান। যদিও আড়ালে ছিলেন শাহরুখ। তবে এবার একসঙ্গে কফি কাপে চুমুক দেবেন শাহরুখ-আরিয়ান। সে দিক থেকে দেখতে গেলে কর্ণের শোতে অভিষেক ঘটছে শাহরুখ পুত্রের।
আগামী সেপ্টেম্বর থেকেই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ কর্ণ’-এর নতুন সিজন। স্বাভাবিক ভাবেই দু’জনের একসঙ্গে উপস্থিতি দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য। তবে এখানেই শেষ নয়। সব ঠিকঠাক থাকলে মা গৌরী খানকে দেখা যাবে তাদের সঙ্গ দিতে। কর্ণের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক খান পরিবারের। গৌরী ও শাহরুখ দুজনেরই খুব কাছের এই পরিচালক। তাই বন্ধুর শো-তেই ছেলের টেলিভিশন অভিষেক করছেন শাহরুখ।