আজ: সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ইং, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ জুন ২০২৩, সোমবার |

kidarkar

ওয়াশিংটন সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটন সফরে যেতে সম্মত হয়েছেন কিন গ্যাং। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাট মিলার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রোববার (১৮ জুন) বেইজিংয়ে অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কিন গ্যাংয়ের বৈঠক হয়। দুজনের মধ্যে গঠনমূলক আলোচনার পর কিন গ্যাং ওয়াশিংটন সফরে যেতে সম্মত হন।

রোববার দুই দিনের সফরে চীনে যান অ্যান্টনি ব্লিঙ্কেন। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ কোনো মার্কিন কূটনীতিক বেইজিং সফর করছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, তার এ সফরের মূল লক্ষ্য হচ্ছে দুদেশের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করা।

এর আগে যুক্তরাষ্ট্রের আকাশে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন উড়তে দেখা যায়। সে কারণে ওই সময় বেইজিংয়ে ব্লিঙ্কেনের সফর স্থগিত করা হয়। ওই ঘটনার পাঁচ মাস পর চীনে পা রাখলেন এই শীর্ষ মার্কিন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র বলছে, এ সফর নিয়ে তাদের বড় ধরনের কোনো প্রত্যাশা নেই। একই সঙ্গে উভয় পক্ষই স্পষ্ট করেছে যে, তারা এ সফর থেকে বড় কোনো অগ্রগতি আশা করছে না। মার্কিন কর্মকর্তারা বলছেন, উচ্চ-স্তরে দ’দেশের মধ্যে সম্পর্ক পুনরায় সচল করা ও বিভিন্ন সময়ে তাইওয়ানসহ অন্যান্য বিষয় নিয়ে উত্তেজনাপূর্ণ যেসব পরিস্থিতি তৈরি হয়েছে, তা স্থিতিশীল করতেই এ সফর।

সম্প্রতি তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। অন্যদিকে, তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই চাপা উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.