আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ জুন ২০২৩, সোমবার |

kidarkar

সন্ধায় মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এশিয়া সফরের শুরুটা হয় চ্যাম্পিয়নের মতোই। গত বৃহস্পতিবার চীনের বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়াম যেন একখন্ড আর্জেন্টিনায় রূপ নিয়েছিল। ‘মেসি মেসি’ স্লোগানে রব তুলেছিলেন দর্শকরা। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেন ঘরের মাঠে খেলতে নেমেছে। তাদের হতাশ করেননি আর্জেন্টাইন মহাতারকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটির মাত্র ১.২০ মিনিটে গোল করেই দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা।

এশিয়া সফরে দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আজ (সোমবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার গেলোরা ব্যাংকর্নো স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে এবারই প্রথম খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে বয়সভিত্তিক ফুটবলে এর আগে মাত্র একবারই দুই দলের মুখোমুখি হওয়ার ইতিহাস আছে। ১৯৭৯ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সে ম্যাচে ৫-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। সেই সঙ্গে হ্যাটট্রিক করেছিলেন রামন দিয়াজ।

আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে?

ইন্দোনেশিয়ার বিপক্ষে লিওনেল মেসি খেলবেন না, একরকম নিশ্চিতই ছিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে দলে আরও পরিবর্তনের আভাস দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানান, অস্ট্রেলিয়া ম্যাচের দল থেকে বিশ্রাম দেওয়া হবে আরও কয়েকজন খেলোয়াড়কে।

ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ দল আর্জেন্টিনার বিপক্ষে ১৪৯ নম্বর দল ইন্দোনেশিয়ার লড়াইটা একপেশেই হওয়ার কথা। এমনকি বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই সহজে উতরে যাওয়ার কথা স্ক্যালোনির শিষ্যদের। অবশ্য তিনি জানিয়েছেনও এই ম্যাচে তরুণদের বাজিয়ে দেখতে চান। যে কারণে স্কোয়াড থেকে ছুটি দিয়েছেন মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকলাস ওতামেন্ডিকে।

ইন্দোনেশিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন স্কালোনি। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে তিনি ‘সাত-আটটি’ পরিবর্তন আনতে পারেন বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিশ্বকাপজয়ী কোচের বিশ্বাস, দলে অনেক পরিবর্তন এলেও মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়বে না।

‘মেসি বিশ্রামে থাকবে, আমিই সিদ্ধান্ত নিয়েছি যে তার বিশ্রাম নেওয়া উচিত। তার, (আনহেল) দি মারিয়া ও (নিকোলাস) ওতামেন্দির বিশ্রাম দরকার, এই পরিকল্পনা আগে থেকেই করা ছিল। আমরা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলব, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

খেলা দেখবেন যেভাবে

বাংলাদেশ থেকে কোনো চ্যানেলে ম্যাচটি সরাসরি না দেখা গেলেও অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে। ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কে ম্যাচটি উপভোগ করা যাবে। এছাড়া নিচের এই লিংকে গিয়েও দেখা যাবে লাইভ ম্যাচ- https://online.yalla–live.com/?fbclid=IwAR0jRXWfSROaqLYIiDC-Xmz1A4keb5VV4o3kQhkodiUxlCLFfvKXgoigAqM#

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.