ব্লক মার্কেটে লেনদেন ৬৭ কোটি টাকার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৯টি কোম্পানির মোট ৬৭ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ কোটি ৩০ লাখ ৬৩ হাজার, দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মার ৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার এবং তৃতীয় স্থানে গ্রামেীণফোনের ৫ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইপিডিসি ফাইন্যান্সের ৫ কোটি ৬৬ লাখ ২৭ হাজার, ব্রাক ব্যাংকের ৪ কোটি ৬২ লাখ ৪৭ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩ কোটি ৫৩ লাখ ১৯ হাজার, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৩ কোটি ১ লাখ ৫০ হাজার, ডাচ বাংলা ব্যাংকের ৩ কোটি ৭১ হাজার, সালভো কেমিক্যালের ২ কোটি ৪৮ লাখ ৭১ হাজার এবং ব্যাংক এশিয়ার ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।