এফএসআইবিএল’র লভ্যাংশ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) ডিজিটাল প্লাটফর্মের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সভাটি।
২৪তম বার্ষিক সাধারণ সভায় ২০২২ইং সালের সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। সভায় অন্যান্যদের মধ্যে, শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, কোম্পানী সচিব অলি কামাল, এফসিএস এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।