ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার লেনদেন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৮৮টি কোম্পানির সর্বমোট ১ কোটি ০১ লাখ ২৫ হাজার ৬৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৮৪ কোটি ৪০ লাখ টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২০ জুন) ডিএসইর ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির ২৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড।
এছাড়াও, ব্লকে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডোরিন পাওয়ার জেনারেশন, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, জমুনা অয়েল, সাইফ পাওয়ারটেক লিমিটেড।