মোদীর আমন্ত্রণ রক্ষা করতে ভারতে আসতে পারেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক : টুইটারের কর্ণধার এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রে তিন দিনের সফর করছেন মোদী। এই সফরেই ইলন মাস্কের সঙ্গে দেখা হলো তার। এদিকে মোদীর সঙ্গে বৈঠকের পর ইলন মাস্ক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমি মোদীর ভক্ত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি চমৎকার বৈঠক হয়েছে এবং আমি তাকে বেশ পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানা পরিদর্শন করেছিলেন। এর আগে ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ার টেসলা মটরস কারখানা পরিদর্শনের সময় মাস্কের সঙ্গে দেখা করেছিলেন মোদী।
বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক জানান, মোদী তাকে ভারতের আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। শুধু তাই নয়, মাস্ক জানান যে সম্ভবত মোদীর আমন্ত্রণ রক্ষা করতে আগামী বছর ভারতে আসতে পারেন তিনি।
মোদীর সঙ্গে দেখা করে মাস্ক বলেন, আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে অবিশ্বাস্যভাবে আশাবাদী। আমি মনে করি, বিশ্বের যে কোনও বড় দেশের তুলনায় ভারতের প্রতিশ্রুতি বেশি। মোদী ভারতের জন্য সত্যিই খুব ভাবেন। আমাদের ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করার জন্য উৎসাহিত করতে চাইলেন তিনি। আমরা তা এমনিতেও করতে চাই।
মাস্কের কথায়, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই বৈঠকটা ছিল দুর্দান্ত। আমি মোদীর ভক্ত। তিনি সত্যিই ভারতের জন্য সঠিক কাজটি করতে চান। তিনি কোম্পানিগুলোর জন্য সহায়ক হতে চান। একই সময়ে তিনি এটাও নিশ্চিত করতে চান যে এটা ভারতের জন্যও সুবিধা হবে কি না।
মাস্ক দাবি করেন, ভারত সৌর শক্তি বিনিয়োগের জন্য দুর্দান্ত একটি গন্তব্য। তিনি বলেন, আমরা ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট আনার বিষয়ে আশাবাদী। আমি নিশ্চিত টেসলাও ভারতে খুব দ্রুত পৌঁছে যাবে। আমি সম্ভবত আগামী বছর নিজে ভারত সফরে যাব।