আজ: সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ইং, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ জুন ২০২৩, শুক্রবার |

kidarkar

ব্যাঙের ছবিতে লুকিয়ে ঘোড়া, খুঁজে দেখুন

নিজস্ব প্রতিবেদক: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হলো চোখের ধাঁধা। অনেক সময় বিভিন্ন রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় বিভিন্ন রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।

অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলো খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও।

এমনকি জানা যায়, তার মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও! সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই খুঁজে বার করব আমরা! সে জন্য প্রথমে ছবিটিতে কী দেখা যাচ্ছে, সেটা আমরা জেনে নেব। ছবিটিতে দেখা যাচ্ছে জলাশয়ের পাশে একটি ব্যাঙ বসে আছে। আর ছবিটি দেখে মনে হচ্ছে যে, পেনসিল দিয়ে আঁকা হয়েছে সেটি। কিন্তু এই ছবিটির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ঘোড়া। আর সেই ঘোড়াটাকেই মাত্র ৩ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে।

আপাতদৃষ্টিতে চ্যালেঞ্জটা সহজ মনে হবে হয়ত। কিন্তু অতটাও সহজ নয়। কারণ জানা গেছে যে, এই চ্যালেঞ্জ সমাধান করতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গিয়েছে মানুষের। ৯৯ শতাংশ মানুষই ব্যর্থ হয়েছেন। মাত্র ১ শতাংশ মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে পেয়েছেন ঘোড়াটিকে। তাহলে এই চ্যালেঞ্জ কি এক বার নেওয়া যেতে পারে? এতেই প্রমাণিত হয়ে যাবে দৃষ্টিশক্তি এবং ক্ষুরধার মস্তিষ্কের জোর!

টাইমার সেট করে খোঁজা যাক লুকিয়ে থাকা ঘোড়াটিকে। পাওয়া গেল কি? আর যদি না-ও পাওয়া যায়, তাতেও সমস্যা নেই। আমরাই বলে দেব কোথায় আছে ঘোড়াটি। ফোনে যদি ছবিটি দেখে থাকেন, তাহলে ফোনটি কিংবা ছবিটি অ্যান্টি-ক্লকওয়াইজ ৯০ ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে। এতেই হবে ম্যাজিক! দেখা যাবে ব্যাঙটাই যেন একটা ঘোড়ার রূপ নিয়েছে!

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.