নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।
ফেসবুক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা। আসুন ঈদুল আজহার শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় উজ্জীবিত হই।’
বৃহস্পতিবার দেশব্যাপী মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।