বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের নবগঠিত কমিটি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর বাংলাদেশীজাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন, সোনালী দলের কার্যনির্বাহীকমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর গোলাম হাফিজকেনেডী (অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগ) ও সাধারণ সম্পাদক হিসেবেনির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো: আবুল কালাম আজাদ (এনিম্যালসায়েন্স বিভাগ)। কমিটির অন্যান্য পদের মধ্যে সহ–সভাপতি হিসেবেপ্রফেসর ড. মো: মাহবুব আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মাছুমা হাবিব, যুগ্ম সম্পাদক–১ প্রফেসর ড. মো: আব্দুল কাফি, যুগ্ম সম্পাদক–২প্রফেসর ড. মো: আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ, দপ্তর ও প্রচার সম্পাদক প্রফেসর ড. মো: আখতারুল আলম এবং সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক প্রফেসরড. সোনিয়া সেহেলী নির্বাচিত হয়েছেন। সদস্য হিসেবে আছেন প্রফেসরড. মো: গোলাম রাব্বানী, প্রফেসর ড. মো: সামছুল আলম, প্রফেসর ড. মো: শহীদুল হক, প্রফেসর ড. খন্দকার মো: মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. মো: আবুল হাশেম, প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, প্রফেসর ড. মো: আরিফুলইসলাম, প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, প্রফেসর ড. কাজীরফিকুল ইসলাম, ও প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী।আগামী এক বছরের (জুলাই, ২০২৩–জুন, ২০২৪) জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন।