ব্লক মার্কেটে লেনদেন ৩১ কোটি টাকার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬৪টি কোম্পানির সর্বমোট ৫৫ লাখ ৭২ হাজার ৮৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৪ জুলাই) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৩ কোটি ৯১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গ্রামীণফোনের ৩ কোটি ৩১ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন।
এছাড়া, ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, বিকন ফার্মা, সালভো কেমিক্যাল, এডিএন টেলিকম, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সি পার্ল হোটেল এবং লুব-রেফ বাংলাদেশ