সিলেটের নতুন মেয়রকে অভিনন্দন জানালো আইএফআইসি
নিজস্ব প্রতিবেদক: সিলেটের নবনির্বাচিত সিটি কর্পোরেশন মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীকে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজধানীর বাসভবনে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং কোম্পানি সেক্রেটারী মোঃ মোকাম্মেল হক শুভেচ্ছা স্মারক ও ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় নবনির্বাচিত মেয়র আইএফআইসি ব্যাংক কতৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত আইএফআইসি ব্যাংক পিএলসি’র একজন পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন।