জামাল ভূঁইয়াদের মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ ফেডারেশনের
নিজস্ব প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপ খেলে বাংলাদেশ দল ৩ জুলাই ঢাকায় ফিরেছে। পরের দিনই প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কোচের পর এবার খেলোয়াড়দের সাথেও আলোচনা করবেন বাফুফে সভাপতি। এ উপলক্ষে ৯ জুলাই রোববার জামাল ভূঁইয়াদের মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়েছে ফেডারেশন।
আগামীকাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা শুরু। জাতীয় দলে খেলা কয়েকজন ফুটবলারের শনিবার লিগের খেলা রয়েছে। সকল খেলোয়াড়কে একসঙ্গে পেতেই রোববার দিনটি বেছে নিয়েছে বাফুফে। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের, ট্রেইনার ইভান রাজলভ ছুটি কাটাতে নিজ দেশে গিয়েছেন।
রোববার মধ্যাহ্ন ভোজে সাফ ফুটবল পর্যালোচনা, সামনে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা করবেন সালাউদ্দিন। এই আলোচনার সঙ্গে জামালরা সাফের সেমিফাইনাল খেলার জন্য ঘোষণাকৃত বোনাসও হাতে পাবে।
রোববার দিন শুধু খেলোয়াড়দের দেড় লাখ করে চেক প্রদান করে কন্টিনজেন্টের বাকি ১১ জনকে পরে প্রদানের পরিকল্পনা চলছে। ৫০ লাখ টাকা বোনাস ফেডারেশনের তহবিল থেকেই প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর্থিক অনটনের মধ্যে ফেডারেশনের ফান্ড থেকে অর্ধকোটি টাকা বোনাস প্রদান নিয়ে অর্থ কমিটির আনুষ্ঠানিক কোনো সভা হয়নি।