আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

এমটিবি’র নতুন কোম্পানি সেক্রেটারী রেইস উদ্দীন আহ্মাদ

নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) তাদের নতুন কোম্পানী সেক্রেটারী হিসেবে রেইস উদ্দীন আহ্মাদকে নিয়োগ দিয়েছে। এছাড়াও তিনি এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।

রেইস উদ্দীন আহ্মাদের আগে ব্র্যাক ব্যাংক লিমিটেডে কোম্পানি সেক্রেটারি, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবে স্বার্থকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৫ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেডে যোগদান করেন। তিনি ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দায়িত্বপ্রাপ্ত হেড অব লিগ্যাল ও কমপ্ল্যায়ান্স হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হেড অব কমপ্ল্যায়ান্স হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে’র কোম্পানি সেক্রেটারি হিসেবেও দায়িতরত্ব ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) ডিগ্রী অর্জনের পর, ১৯৯৪ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, বাংলাদেশ এ ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। রেইসের ব্যাংকিং খাতের বিজনেস, রেগুলেটরি, রিস্ক ম্যানেজমেস্ট ও কোম্পানি বিষয়াদিতে প্রায় ৩০ বছরের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের কোর রিস্ক ম্যানেজমেন্ট প্রকল্পে অংশগ্রহণ করেন ও এএমএল বিষয়াদিতে খুব কাছ থেকে কাজ করেন। রেইস দেশে-বিদেশে ব্যাংকিং খাতের কমপ্ল্যায়ান্স, রিস্ক ম্যানেজমেন্ট, ইন্টার্নাল কন্ট্রোল ও অ্যান্টি-মানি লন্ডারিং ইত্যাদি বিষয়াদিতে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। ব্যক্তিজীবনে, তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.